স্বচ্ছ ও অদৃশ্য প্রকৃতির কয়েকটি জীব!

transparent animals, স্বচ্ছ ও অদৃশ্য প্রাণী

আমাদের এ পৃথিবীতে অনেক প্রাণী রয়েছে।এসব প্রাণীর মধ্যে এমন কিছু অদ্ভুত প্রাণী রয়েছে যেগুলো সম্পর্কে জানলে আপনি অবাক হয়ে যাবেন।

আজকে এমন কিছু স্বচ্ছ ও প্রায় অদৃশ্য প্রকৃতির ৫টি প্রাণী নিয়ে আলোচনা করা হলো যেগুলো আপনি এর আগে কখনো দেখেননি।

অদৃশ্য প্রকৃতির মাছ: Glass catfish

স্বচ্ছ ও অদৃশ্য প্রকৃতির এই মাছটির বৈজ্ঞানিক নাম Kryptopterus bicirrhis। এই মাছটি সাউথ-ইস্ট এশিয়ায় পাওয়া যায়।

এ মাছটি দেখতে আয়নার মতো স্বচ্ছ হয়।এ মাছটি সাধারণত ৬.৫ সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে।কিন্তু এ মাছটিকে দেখলে আপনার কিছুতেই মনে হবে না এটা সত্যিকারের মাছ।

কারণ এ মাছের ভেতর দিয়েও দেখা যায়।এ মাছটি এতটা স্বচ্ছ যে খুব সহজে এই মাছটি চোখে পড়ে না।এ মাছটির উপস্থিতি শুধুমাত্র এর মাথার জন্য বোঝা যায়।

Salpa maggiore

প্রায় সম্পূর্ণ অদৃশ্য এই প্রাণীটির বৈজ্ঞানিক নাম planktic tunicate । এ মাছটি সমুদ্রে পাওয়া যায়। এ মাছটি ১ থেকে ১০ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়।

মাছটির গ্রহণ করা খাবার ছাড়া আর কিছু দেখা যায় না এর শরীরে। তাই, এই মাছটিকে পানির মধ্যে দেখতে পাওয়া অসম্ভব।

এ মাছটির চোখ, মাথা, লেজ কিছুই দেখা যায় না।এমনকি সমুদ্রের মধ্যে এ প্রাণীটি কিভাবে চলাফেরা করে তাও বোঝা মুশকিল।

স্বচ্ছ ডানা রয়েছে যে প্রজাপতির: Glasswing butterfly

প্রজাপতি পৃথিবীর অন্যতম সুন্দর প্রাণীদের একটি।আপনি হয়ত বিভিন্ন রঙের সুন্দর সুন্দর প্রজাপতি দেখেছেন। 

কিন্তু আপনি হয়ত এমন প্রজাপতি দেখেননি যে প্রজাপতির ডানা এতটাই স্বচ্ছ যে ডানার এক প্রান্ত থেকে অন্য প্রান্ত স্পষ্টভাবে দেখা যায়।

সেরকমই একটি প্রজাপতির বৈজ্ঞানিক নাম Greta oto । মধ্য থেকে দক্ষিণ আমেরিকা পর্যন্ত পাওয়া গিয়ে থাকা এ প্রজাপতিটি অনেক্ষণ উড়তে পারে।

শীতের সময় এ প্রজাপতিটি দক্ষিণ আমেরিকা থেকে টেক্সাস পর্যন্ত পৌছে যায়।এ প্রজাপতিগুলো লম্বায় ৩ সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে।

স্বচ্ছ প্রকৃতির ব্যাঙ: Glass frog

স্বচ্ছ প্রকৃতির এই ব্যাঙের বৈজ্ঞানিক নাম Centrolenidae। এই ব্যাঙ এতটাই স্বচ্ছ যে আপনার কাছে মনে হবে যে এটি গ্লাস দিয়ে তৈরি।

এই ব্যাঙগুলো এতটা স্বচ্ছ যে বাহির থেকে এর অঙ্গ-প্রত্যঙ্গগুলো, হার্ট ও লিভার দেখা যায়। এই ব্যাঙগুলো প্রাথমিকভাবে ক্ষারীয় সবুজ বর্ণের হয়ে থাকে।

এ ব্যাঙ আফ্রিকার জঙ্গলে বেশি পাওয়া যায়।এই ব্যাঙগুলো সাধারণত ছোটো হয়ে থাকে।এরা লম্বায় ৩ থেকে ৭.৫ সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে।

স্বচ্ছ চিংড়ি: Ghost shrimp

পানিতে বসবাস করা এই প্রাণীটির বৈজ্ঞানিক নাম Palaemonetes paludosus। আমেরিকার দক্ষিণ-পূর্বাঞ্চলের মিষ্টি পানিতে এদের পাওয়া যায়। চিংড়ির এ প্রজাতিটি সবসময় পানিতেই থাকে।

স্বচ্ছ হওয়ার কারণে পানির মধ্যে এদেরকে খুঁজে পাওয়া মুশকিল। প্রাণীটির এই স্বচ্ছতা একে অন্য প্রাণীদের হাত থেকে বাচিয়ে থাকে। এই প্রাণীটি ২.৫ সেন্টিমিটার বা ১ ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে।

Translucent Snail

স্বচ্ছ প্রকৃতির এই শামুকের বৈজ্ঞানিক নাম Zospeum tholussum । ক্রোয়েশিয়ায় এদের সর্বপ্রথম পাওয়া যায়। এদের খোলসের উচ্চতা ২ মিলিমিটারেরও কম হয়ে থাকে এবং প্রস্থ ১ মিলিমিটারের আশেপাশে থাকে।

এরা অন্ধ হয়ে থাকে এবং এদের খোলস ৫-৬টি ঘূর্ণির মতো প্যাচানো থাকে। এদের খোলস এতটা স্বচ্ছ যে এরা যখন খোলসের ভেতর ঢুকে থাকে তখন এদের স্পষ্টভাবে দেখা যায়।

শুধু তাই নয়,এই শামুকটির সম্পূর্ণ শরীরই পানির মতো স্বচ্ছ।যার ফলে এদের উপস্থিতি বোঝা কঠিন।

Glass eel

পানির মতো স্বচ্ছ এই প্রাণীটির বৈজ্ঞানিক নাম Leptocephalus। পৃথিবীর প্রায় সব সমুদ্রেই এদের পাওয়া যায়।

এ প্রাণীটি এতটা স্বচ্ছ যে বাহির থেকে এদের শরীরের মেরুদন্ড দেখা যায় (একদম কাছে থেকে বোঝা যায়,দূরে থেকে নয়)।

এদের মাথার জন্য শুধুমাত্র এদের চিহ্নিত করা যায়।নতুবা এদের দেখতে খালি জেলের মতো লাগতো। পানিতে এদের খুঁজে পাওয়া কঠিন। 

এ মাছগুলো এতটাই ছোটো যে খুব কাছ থেকে না দেখলে এদের উপস্থিতি বোঝাই যায় না

Fuad Hassan Fahim

I am Fahim. Collecting knowledge in various field is my hobby. I always wanted to share knowledge to other peoples. So i created https://www.anyhelp71.xyz (blog) and since 2019 i am sharing various knowledge via this.

4 Comments

Previous Post Next Post