কিভাবে Google Translate দিয়ে যেকোনো ভাষাকে বাংলাতে Translate করবেন?

google translate

আমাদের অনেকেরই অনেক সময় বিভিন্ন ভাষাকে বাংলাতে অনুবাদ করতে হয়। internet browsing এর সময় এটি বেশি দরকার হয়। বিশেষ করে ইংরেজি ভাষাকে বাংলাতে অনুবাদ করার প্রয়োজন আমাদের সবচেয়ে বেশি হয়।তাই আজকে আপনাদের সাথে অনেক জনপ্রিয়  একটি App এর কথা শেয়ার করব। App টি হচ্ছে Google Translate. 

Google Translate পরিচয়-


২০০৬ সালের এপ্রিল মাসে Google Translate App টি লঞ্চ হয়। বর্তমানে এটি ১০৯টি ভাষা অনুবাদ করতে সক্ষম। প্রতিদিন প্রায় ৫০০ মিলিয়ন লোক এটি ব্যাবহার করে বিভিন্ন ভাষা অনুবাদ করে। এটি প্রতিদিন ১০০ বিলিয়ন এরও বেশি শব্দ অনুবাদ করে।Google Translate App টি জানুয়ারী ১, ২০১০ ;১০ বছর আগে (অ্যান্ড্রয়েডের জন্য) ৮ই ফেব্রুয়ারী, ২০১১ ; ৯ বছর আগে (আইওএসের জন্য) মুক্তি পায়।

Google Translate এর সুবিধা-


মনে করুন আপনি একটি ইংরেজি ব্লগ পড়ছেন। এখন কোনো একটি word বা sentence এর অর্থ আপনি বুঝতে পারছেন না। এখন আপনি ওখান থেকে বের না হয়েই ওই word বা sentence অনুবাদ করতে পারবেন। এর জন্য আপনাকে ওই word বা Sentence টি সিলেক্ট করতে হবে।তারপর selet all,copy অপশন এর মতো Google Translate install করা থাকলে Translate অপশন ও দেখতে পাবেন। সেটিতে ক্লিক করলেই Sentence বা word টি অনুবাদ হয়ে যাবে। সবচেয়ে বড় সুবিধাটি হচ্ছে আপনি এটি Offline এও ব্যাবহার করতে পারবে। পাশাপাশি আপনি এই App টিকে একটি ভালো Dictionary হিসেবেও ব্যাবহার করতে পারবেন।এর বিশেষ কিছু Feature এর মধ্যে রয়েছে লিখিত শব্দের অনুবাদ, ডকুমেন্ট অনুবাদ,ওয়েবসাইট অনুবাদ,বাক্য অনুবাদ,ছবি অনুবাদ,হস্তাক্ষর অনুবাদ ইত্যাদ।    


কিভাবে Google Translate ব্যাবহার করে অনুবাদ করবেন?


প্রথমেই এই লিংকে ক্লিক করে Google Translate App টি ডাউনলোড করুন। তারপর আপনি নিচের ছবির মতো একটি window দেখতে পাবেন। 
Google Translate,How to translate English to Bangla
এখানে লাল তীর চিহ্নিত অংশে(Primary Languag) আপনি যে ভাষা সাধারণত অনুবাদ  করতে চান সেটি সিলেক্ট করুন(এছাড়াও ভেতরে আপনি Primary Language Auto Detect করে নিতে পারবেন) এবং নীল তীর চিহ্নিত অংশে আপনি যে ভাষায় Translate করতে চান সেটি সিলেক্ট করুন। এখানে আমি English ভাষাকে Bangla ভাষাতে অনুবাদ করতে চাই। তাই এভাবে সিলেক্ট করলাম। আপনারা যারা যে ভাষায় অনুবাদ করতে চান সেভাবে সিলেক্ট করে নিবেন। এরপর আপনি যদি offline এও অনুবাদ করতে চান তাহলে ওই ভাষার ফাইলটি ডাউনলোড করে নিতে হবে। এখানে বাংলা ভাষার ফাইলটি 48MB। offline এ অনুবাদ করতে হলে অবশ্যই ফাইলটি ডাউনলোড করে নিবেন।

Post টি ভালো লাগলে Share করতে অবশ্যই ভুলবেন না।  
Fuad Hassan Fahim

I am Fahim. Collecting knowledge in various field is my hobby. I always wanted to share knowledge to other peoples. So i created https://www.anyhelp71.xyz (blog) and since 2019 i am sharing various knowledge via this.

Post a Comment

Previous Post Next Post